হামাস কেন ইসরাইলে হামলা করছে?

হামাস এর লোগো, হামাস কেন ইসরাইলে হামলা করছে

হামাস কেন ইসরাইলে হামলা করছে? কয়েক দশক ধরে ফিলিস্তিনীদের উপর চালানো পাশবিকতার বদলা নিতে এবার ইসরাইলের উপর হামলা চালাচ্ছে হামাস। অতর্কিত এই হামলা ইসরায়েলিদের পাশাপাশি অবাক করেছে গোটা বিশ্বকে।

এই হামলা কি হঠাৎ করেই নাকি পরিকল্পিত? ফিলিস্তিনরা যে তেলে বেগুনে জ্বলে উঠেছে তার প্রমাণ মিলেছে শনিবার ইসরাইলে রকেট হামলার মধ্য দিয়ে। স্বাধীনতাকামী এই সশস্ত্র সংগঠনটি এবার কিছু একটা ঘটিয়েই ছাড়বে। হামলার ধরণ দেখে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

দু হাজার আট সাল থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের সীমানায় চারটি যুদ্ধ সংগঠিত হয়েছে। ইসরায়েলি হামলায় হাজার হাজার প্রাণ হারিয়েছে। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক। গাঁজা উপত্যকায় বাইশ লাখ মানুষের বাস। পৃথিপৃবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি এই ভূখণ্ড। সেখানে প্রজন্মের পর প্রজন্ম মানবেতর জীবন যাপন করছে ফিলিস্তিনীরা।

তাই দশকের পর দশক ধরে ফিলিস্তিনীদের ওপর চালানোর নৃশংশতার হত্যার জবাব দিতেই তাদের এই সামরিক অভিযান। আলজাজিরাকে এমনটাই জানিয়েছেন হামাসের মুখপাত্র খালেদ কাদুনি। তারা চায় ফিলিস্তীনের বিরুদ্ধে গাঁজায় তাদের পবিত্র স্থান আলা আকসায় নৃশংশতা বন্ধ হোক। এ যুদ্ধ শুরুর পেছনে কারণ এসব বলেই দাবি করেন খালেদ কাদুনি।

হামাস গোষ্ঠী ইসরাইলের সৈন্য এবং বেসামরিক নাগরিকদেরকে জিম্মি করেছে কিনা এমন প্রশ্নের জবাবে খালেদ তাদের জিম্মি নয় বরং যুদ্ধবন্দী বলে উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি জানান ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও দখলদার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা হানাদার। তাদের যুদ্ধ মূলত এই হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ।

এর আগে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ সবাইকে যুদ্ধের জন্য আহ্বান জানান। তার বক্তব্য মতে দুনিয়ার বুকে সর্বশেষ দখলদারিত্বের অবসানে সবচেয়ে বড় যুদ্ধের দিন ছিল শনিবার। যার কাছেই একটি বন্দুক রয়েছে তাকেই সেটা নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলেন সামরিক এই কমান্ডার।

আরো পড়ুন:

হামাসার রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া জানিয়েছেন আল আকসার মর্যাদা রক্ষায় তারা এ যুদ্ধ শুরু করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে মুসলিমদের পবিত্র স্থাপনা আল আকসা মসজিদ চত্বরে ইহুদীদের অনুপ্রবেশের ঘটনা বেড়েছে।

ফিলিস্তিনীরা এ ধরনের অনুপ্রবেশের প্রতিবাদ জানিয়ে আসছে আগে থেকেই। এই নিয়ে আলাক্সায় মুসল্লিদের ওপর বেশ কয়েকবার হামলাও চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

হামাসের পক্ষ থেকে আল আকসার স্থিতাবস্থায় কোনো ধরণের পরিবর্তন আনার প্রচেষ্টাকে চূড়ান্ত সীমা হিসেবে হুঁশিয়ারি দেওয়া হয়। এরপরও থামেনি ইসরায়েলি বাহিনী বরং তারা পাহারা দিয়ে ইহুদিদের অনুপ্রবেশ অব্যাহত রেখেছিল।

গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে হামাস। এই হামলার বিষয়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের উপপ্রধান সালে আল আরোরি বলেছেন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য তার দল সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। আর এই যুদ্ধের সবচেয়ে বাজে পরিণতির জন্য প্রস্তুত রয়েছে হামাস

হামাসের এই যুদ্ধে আরও একটা লক্ষ্য আছে হামাসের মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা আরব দেশগুলোর জন্য এই অভিযান একটি বার্তা।

Top Stories BD এর সর্বশেষ ব্রেকিং নিউজ পেতে Google News অনুসরণ করুন