ফিলিস্তিনের পাশে উত্তর কোরিয়া, দিচ্ছে অস্ত্র সহযোগিতা

ইসরায়েল ও হামাস যুদ্ধ

ফিলিস্তিনের পাশে উত্তর কোরিয়া: চলমান ইসরাইল ও ফিলিস্তিন সংঘাত নিয়ে দুইভাগে বিভক্ত গোটা বিশ্ব। বরাবরের মতোই অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। অন্যদিকে বিপরীত বলয়ের দেশগুলো দাঁড়াচ্ছে নির্যাতিত ফিলিস্তিনীদের পক্ষে।

এবার হামাস ইসরাইলের সংঘাতের বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলল উত্তর কোরিয়া। রক্তক্ষয়ী এই লড়াইয়ের জন্য ইসরায়েলকে দায়ী করলো কিম জং উনের দেশ। শুধু তাই নয় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসকেও অস্ত্র দিয়েছে দেশটি প্রকাশিত হয়েছে এমন খবর।

বার্তা সংস্থা রয়টার্স জানায় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরাইলের ধারাবাহিক নির্যাতনের পরিণতি এই ভয়াবহ যুদ্ধ। প্রতিবেদনে বলা হয় উত্তর কোরিয়ায় ক্ষমতাশীল দল ওয়ার্কার্স পার্টির মুখপাত্র হিসেবে রোদোম সিন মুন সংবাদপত্রে মঙ্গলবার ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে।

যেখানে বলা হয় ফিলিস্তিনের হামাস ও ইসরাইলের মধ্যে ব্যাপক আকারে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। ফিলিস্তিনি জনগনের বিরুদ্ধে ইজরাইলি বর্বরতার ফল এই যুদ্ধ। একটি স্বাধীন ফিলিস্তিনে রাষ্ট্র গড়ে তোলায় এই সংকট সমাধানের মূল উপায় বলে উল্লেখ করা হয়েছে ওই নিবন্ধে।

এর আগে ইসরাইল ফিলিস্তিন সংঘাতের জন্য ইসরায়েল কি দায়ী করেছিল মধ্য প্রাচ্যের দেশ কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ফিলিস্তিনি জনগণের সঙ্গে চলমান সহিংসতা ও উত্তেজনার জন্য ইজরায়েল একাই দায়ী। এছাড়া সাম্প্রতিক সংঘাতে সৌদি আরব, ইরান, চীনের মতো দেশগুলো ফিলিস্তিনের পক্ষে কথা বলছে।

এদিকে ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে হামাসের এক যোদ্ধার হাতে উত্তর কোরিয়ার তৈরি অস্ত্র দেখা গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কিছু সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়ার খবর অনুসারে হামাসের এক যোদ্ধার হাতে উত্তর কোরিয়ার তৈরি A seven high exclusive fragmentation রকেট দেখা গেছে।

আরো পড়ুন:

এই অস্ত্র উত্তর কোরিয়া নিজেই হামাসকে দিয়েছিল? নাকি সেগুলো ফিলিস্তিনি গোষ্ঠীটির হাতে যাওয়ার আগে অন্য কোন দেশে রপ্তানি হয়েছিল তা এখনো নিশ্চিত নয়। খবরে বলা হয়েছে উত্তর কোরিয়ার F seven rocket চালিত গ্রেনেট লঞ্চার। অতীতে মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে রপ্তানি হয়েছিল।

এঞ্জেল ও স্টেট ইউনিভার্সিটির নিরাপত্তা অধ্যয়নের অধ্যাপক ব্রুস ব্রেস্টল জুনিয়র আর এফ এ কে বলেছেন শুধু এফ সেভেন নয় ইসরাইলের বিরুদ্ধে হামাস সম্ভবত উত্তর কোরিয়ার তৈরি অন্যান্য অস্ত্র ব্যবহার করছে।